সৌম্য শামীমে বাংলাদেশের স্বস্তি

0
সৌম্য শামীমে বাংলাদেশের স্বস্তি

বাংলাদেশ দলের গলার কাঁটা ধারাবাহিকতা নামক শব্দটি। পঞ্চপাণ্ডব ছাড়া অন্যদের নিয়ে হতাশার গল্প শুনতে হয় নিয়মিত। নিন্দুকের কথার বাণে জর্জর হওয়াদের দলে সৌম্য সরকার অন্যতম। ধারাবাহিকতার অভাবে কত কথাই না তাকে শুনতে হয়।

এবার বোধহয় কিছুটা ক্ষান্ত দেবে নিন্দুকের দল। জিম্বাবুয়ে সিরিজ সৌম্যের জন্য পয়মন্ত, বাংলাদেশের জন্য স্বস্তি। সামনে ব্যস্ত শিডিউল, বড়ো দলের বিপক্ষে টানা খেলা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় আত্মবিশ্বাসের পালে হাওয়া দেবে।

যেমন দেবে সৌম্যকে। সর্বশেষ টি-টোয়েন্টিতে জয়ের ভীত গড়ে দেওয়া অর্ধশতক, শেষ আট ম্যাচে চতুর্থ। সিরিজে বোলিংও করেছেন দারুণ, পেলেন সিরিজ সেরার খেতাব। সৌম্যের মতে, সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে চান। এবার পেরেছেন।

জিম্বাবুয়ে সিরিজ থেকে আরেক প্রাপ্তি শামীম পাটোয়ারী। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী এই তরুণ টি-টোয়েন্টিতে অভিষেকেই ভালো খেলেছেন। আফসোস ছিল, দেশকে জেতাতে পারেননি। শেষ ম্যাচে অতৃপ্তি ঘুচিয়েছেন। মাঠ ছাড়েন চমৎকার ইনিংসে দলকে জিতিয়েই।

সামনে চ্যালেঞ্জিং টাইম। তার আগে বাংলাদেশ আছে ফুরফুরে মেজাজে। জিম্বাবুয়ে সিরিজটা এনার্জি বুস্টার হয়ে রইলো লাল সবুজের প্রতিনিধিদের জন্য।