গত ২২ জুলাই টস হয়েও শেষ মূহুর্তে স্থগিত হয় ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের একজন টিম স্টাফ করোনা পজিটিভ হলে তৎক্ষণাৎ মাঠ ত্যাগ করে সকলে। পরবর্তীতে দুই দলের খেলোয়াড়, কর্মকর্তা সবার করোনা টেস্টের পর নেগেটিভ রিপোর্ট আসলে মাঠে গড়ায় খেলা।
সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সব দেশই প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতির অংশ হিসেবে ছুটছে সিরিজ খেলতে। ঠাসা সূচি সবার। এক দল গেলে আরেক দল আসছে। ওয়েস্ট ইন্ডিজে যেমন অস্ট্রেলিয়ার পর খেলতে গেল পাকিস্তান। দুই টেস্ট ও পাঁচ টি-টোয়েন্টি সিরিজ টি-টোয়েন্টি দিয়ে শুরু হবার কথা ছিল আজ থেকে।
২২ জুলাইয়ের স্থগিত হওয়া ম্যাচ পরবর্তীতে ২৪ তারিখে অনুষ্ঠিত হওয়ায় একদিন পিছিয়ে যায় পাকিস্তান সিরিজের সময়। কমছে টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা। সূচিতে থাকা পাঁচটির জায়গায় ম্যাচ হবে চারটি। দুই বোর্ডের যৌথ সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়। তাই ২৭ জুলাইয়ের পরিবর্তে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২৮ জুলাই।
একটি টি-টোয়েন্টি কমলেও বাকী সূচী অপরিবর্তিত থাকবে। টেস্ট দুটিই হবে এবং সকল ম্যাচ পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।