সুরাহা হলো নেইমার বার্সেলোনা দ্বন্দ্বের

0
সুরাহা হলো নেইমার বার্সেলোনা দ্বন্দ্বের

‘সুখে থাকলে ভূতে কিলায়’- প্রবাদটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন নেইমার। সেই কবে বার্সেলোনা ছেড়েছেন, কিন্তু পিছু ছাড়ছিলই না অর্থ কেলেঙ্কারি। বার্সা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে কাতালান ক্লাবটির সঙ্গে ঝামেলা চলছিল নেইমারের। তবে, ঝামেলা মিটতে চলল অবশেষে।

সমঝোতায় এসেছে বার্সেলোনা ও নেইমার। বার্সা সভাপতি হুয়ান লাপোর্তে সমস্যা সমাধানে চুক্তি করেছেন ব্রাজিলিয়ান তারকার সঙ্গে। চুক্তি মোতাবেক দুই পক্ষই আদালত থেকে নিজেদের মামলাগুলো প্রত্যাহার করে নিতে রাজি হয়।

সোমবার (২৬ জুলাই) সন্ধ্যার পর বার্সেলোনার পক্ষ থেকে দেওয়াা বিবৃতিতে বলা হয়, ‘লড়াইয়ের দিন শেষ। কোনো পক্ষ আর আদালতে লড়াই চালিয়ে যাবে না। সিভিল অ্যান্ড লেবার কোর্টে যে মামলাগুলো চলছিল, প্রত্যাহার করে নেওয়া হবে সবগুলো।

২০১৭ সালে নেইমার প্যারিসে পাড়ি জমানোর পর বার্সার দাবি, তারা নেইমারের কাছে ১৬.৭ মিলিয়ন ইউরো পাওনা। নেইমার চুপ থাকেননি। তিনি উল্টো দাবি করে বসেন বার্সেলোনার কাছে ৪৭.২ মিলিয়ন ইউরো পাবেন তিনি। বহু জল ঘোলা করে চার বছর পর সুরাহা হতে যাচ্ছে বিষয়টির।