ভারোত্তোলনের দুনিয়ায় তিনি পরিচিত ‘ফ্ল্যামেঙ্গো’ নামে। ফ্ল্যামেঙ্গো পাখির মতো এক পায়ে ভর দিয়ে খেলেন বলে এই নামে ডাকা হয় চীনের লি ফ্যাবিনকে। তবে, টোকিও অলিম্পিকে যা করলেন চীনা ভারোত্তোলক, অবাক বনে গেছে সকলে।
৬১ কেজি ওজন শ্রেণিতে ব্যক্তিগত ক্লিন জার্কের দ্বিতীয় রাউন্ডে ১৭২ কেজি ওজন তোলেন লি, শরীরের প্রায় তিন গুণ। এতটুকু হলে মানা যেত। পুরো ওজন লি তোলেন এক পায়ে ভর দিয়ে।
শুরু থেকে শেষ অবধি এভাবে খেলেছেন। প্রথমবার অলিম্পিক খেলতে আসা লি দর্শকের বাহবা পেয়ে খুশি থাকেননি, গলায় ঝোলান ইভেন্টের স্বর্ণপদক। মোট ৩১৩ কেজি ওজন তুলে ৬১ কেজিতে সোনা জিতেন চীনা অ্যাথলেট।
নিজে এক পায়ে খেললেও অন্যদের নিরুৎসাহিত করেছেন ২৮ বছর এই লি ফ্যাবিন। কারণটা সঙ্গত। তার অভ্যাস হয়ে গেছে, শরীর অনুকূলে। আর সবার যে এমনটি হবে, তা তো নয়। এতে যথেষ্ট ঝুঁকির আশঙ্কা রয়েছে।