এবার এভারেস্টে আফ্রিদি

0
এবার এভারেস্টে আফ্রিদি

নেপালের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলবেন পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদি। নেপালের লেগস্পিনার সন্দ্বীপ লামিচানের ডাকে সাড়া দিয়ে টুর্নামেন্টে যাচ্ছেন সাবেক এই অলরাউন্ডার। আফ্রিদি ও সন্দ্বীপ এর আগে আইসিসি বিশ্ব একাদশের হয়ে এক সাথে খেলেছিলেন।

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্ট। চলবে ৯ অক্টোবর পর্যন্ত। সেখানে কাঠমুন্ডু কিংস ইলেভেনের হয়ে মাঠ মাতাবেন এক সময় ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির মালিক শহীদ আফ্রিদি। একই দলে আছেন সন্দ্বীপ লামিচানে।

মূলত লামিচানের আমন্ত্রণে খেলবেন আফ্রিদি। এক ভিডিয়োতেব আফ্রিদিকে স্বাগত জানিয়েছে নেপালি তারকা। বলেন, ‘কাঠমুন্ডু কিংসে স্বাগত। ছেলেরা আফ্রিদিকে মাঠে দেখতে উদগ্রীব হয়ে আছে। নেপালে আপনার সময়টা চমৎকার কাটবে। আপনাকে দেখার তর সইছে না আর’।

হিমালয় কন্যা নেপালে খেলতে মুখিয়ে আছেন আফ্রিদি স্বয়ং। ‘কাঠমুন্ডুতে আমার প্রথম সফর হবে এটি। আমি রোমাঞ্চিত। আশা রাখছি দারুণ সময় কাটবে সেখানে’।