লেখকের কাগজে নাম লেখালেন ইমন

0
লেখকের কাগজে নাম লেখালেন ইমন

মডেলিং দিয়ে কাজ শুরু করেছিলেন। সময়ের ব্যবধানে এমন এখন চিত্রনায়ক। অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন, হাতে আছে একাধিক সিনেমার কাজ। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও এবার ভিন্নধর্মী গল্পের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ইমন।

জুলফিকার জাহেদী পরিচালিত সিনেমার নাম ‘কাগজ’। কাগজের গল্প তৈরি করা হয়েছে একজন লেখকের জীবন দর্শনের ওপর। সেই লেখকের চরিত্র রূপায়ন করবেন ইমন।

ইমন বলেন, ‘প্রথমবার লেখকের চরিত্র করছি। গল্পনির্ভর ছবি এটি। মনস্তাত্ত্বিক আখ্যানের উপর নির্মিত হবে। এমন গল্পের ছবিতে অভিনয়ের ইচ্ছা অনেক দিনের। এবার সুযোগ পেলাম। আশাকরি, ভালো কিছু উপহার দিতে পারব’।

সাইদুল ইসলাম রানার পরিচালনায় ‘বীরত্ব’ এবং অঞ্জন আইচের নির্মাণে ‘আগামীকাল’ ছবির কাজ শেষ করেছেন ইমন। মুক্তির অপেক্ষায় আছে ছবি দুটো।