ইরানে গ্রেপ্তার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচর

0

ইসরায়েলের পক্ষে কাজ করা একটি গুপ্তচর দলের সদস্যদের গ্রেপ্তার করার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ইরানের নিরাপত্তা বাহিনী ইসরায়েলের পক্ষে ইরানের মাটিতে কাজ করা গুপ্তচরদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পাশাপাশি তাদের লুকিয়ে রাখা অস্ত্রশস্ত্রও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। ইরানের দাবি এসকল অস্ত্র বর্তমানে ইরানে চলা বিক্ষোভে ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছিল।

সম্প্রতি খরায় পানির তীব্র সংকট দেখা যাওয়ায় পানির দাবিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এলাকাগুলোতে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। শুরুতে পানির সরবরাহের জন্য বিক্ষোভ হলেও পরে এটি রাজনৈতিক রূপ পায়।

আন্দোলনের একপর্যায়ে এ বিক্ষোভ হয়ে পড়ে সরকারবিরোধী আন্দোলনে যা অন্যান্য এলাকাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একসময় বিক্ষোভ সহিংস রূপ নিলে গুলিতে অনেকের নিহতের ঘটনাও ঘটে। এরপর তেহরান বিক্ষোভ উস্কে দেওয়ার অভিযোগে গুপ্তচর দলের সদস্যদের গ্রেপ্তার করার কথা জানাল।