অজি সিরিজের খরচের পাহাড়!

0
অজি সিরিজের খরচের পাহাড়

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজ খেলতে তারা এখন ঢাকায়। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছে কোয়ারেন্টাইনে। তাদের জন্য সব রকম ব্যবস্থাই নিয়েছে বিসিবি।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দুই দলের খেলোয়াড়, কোচ, স্টাফ, ক্রু মিলিয়ে সদস্য সংখ্যা ১২০। ১২০ জনের জন্য ১২০ টি রুম, প্রতিদিন খরচ রুম প্রতি ১২ হাজার টাকা। সিরিজ শেষে যা দাঁড়াবে মোট আড়াই কোটিতে।

খাবার বাবদ জনপ্রতি খরচ ১৭ হাজার টাকা, সিরিজ শেষে খরচ দাঁড়াবে চার কোটি টাকা। ১৩ দিনের সফর। ১২০ জনের প্রতিদিন করানো হবে কোভিড টেস্ট। যার খরচ প্রায় চল্লিশ লক্ষ টাকা।

হোটেলের জিমনেশিয়াম ব্যবহার করতে পারবে কেবল টিম অস্ট্রেলিয়া। বাংলাদেশের নেই অধিকার। বিসিবি আলাদাভাবে জিমের ব্যবস্থা করছে টাইগারদের জন্য। তবে সুইমিং পুলে সাঁতার কাটতে পারবে বাংলাদেশ। কারণ, তাতে আগ্রহ নেই অজিদের।

অন্যান্য সিরিজের চেয়ে প্রায় আড়াই তিন গুণ বেশি খরচ হচ্ছে, তবুও আকরাম খান অজিদের আগমনকে প্রাপ্তি বলছেন। মাঠে যদি টাইগাররা জবাব দিতে না পারে, এর চেয়ে বড়ো ব্যর্থতা আর কিছু হতে পারে না।