গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আটক হলেন নায়িকা একা। শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় তাকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ হেফাজতে নেয়। খবরের সত্যতা নিশ্চিত করেছে পুলিশের তেজগাঁও জোনের এডিসি হাফিজ আল ফারুক।
পুলিশ জানায়, কেবল গৃহকর্মী নির্যাতন নয়, একা’র কাছে পাওয়া গেছে মাদক। গৃহকর্মী নির্যাতন ও মাদক রাখার অভিযোগে তার বিরুদ্ধে দু’টি পৃথক মামলা দায়ের করা হবে।
নায়িকা একা তার গৃহকর্মীকে নির্যাতন করেছে এমন অভিযোগ যায় ৯৯৯ নাম্বারে। অভিযোগের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একাকে তার নিজ বাসা থেকে থানায় নেয় পুলিশ। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর আটক করা হয়।
রামপুরার নিঝুম এলাকার বাসা থেকে গৃহকর্মী হাজেরা বেগমকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাজেরা বেগমের অভিযোগের ভিত্তিতে নায়িকা একা’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় পুলিশ।
উলেখ্য, ১৯৯৮ সালে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রঙিন রাখাল রাজা’ সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে একা’র।