একা’কে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ

0
একা'কে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ

গৃহকর্মী নির্যাতন ও মাদক রাখার অভিযোগে শনিবার সন্ধ্যায় চিত্রনায়িকা একা-কে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানায়, গৃহকর্মী নির্যাতন ও মাদক রাখার অভিযোগে তার বিরুদ্ধে দু’টি পৃথক মামলা দায়ের করা হবে। ইতোমধ্যে দায়ের করা হয়েছে মামলা দুইটি।

নির্যাতনের অভিযোগে এনে গৃহকর্মী হাজেরা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। একার বাসা থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে অপর মামলাটি করেন।

মাদকে একার সম্পৃক্ততা এবং এর সঙ্গে অন্য কারোর যোগসূত্র আছে কি-না, জানার জন্য আদালতের কাছে দুইদিন রিমান্ড চাইবে পুলিশ। হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ নিশ্চিত করেন তথ্য।