পর্দায় ফের জুটি বাঁধছেন ‘বোঝে না সে বোঝে না’ এর যশ-মধুমিতা

0
পর্দায় ফের জুটি বাঁধছেন যশ-মধুমিতা

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না।’ ওপার বাংলা ছাপিয়ে বাংলাদেশে পেয়েছিল তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা। বিশেষত, পাখি চরিত্র ও পাখি ড্রেসের জ্বরে কেঁপেছিল তরুণীরা।

সেই নাটকের জুটি যশ দাশগুপ্ত ও মধুমিতা সরকার আবারও আসছেন জুটি বেঁধে। কোনো সিরিয়ালে নয়, একটি গানের ভিডিয়ো আসবেন এই দুইজন। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় গানটি পরিচালনা করবেন বাবা যাদব।

গানটিতে কন্ঠ দিবেন বাংলাদেশি গায়ক তানভীর ইভান। এরমধ্যে গাওয়া তার অভিমান ও অভিযোগ গান দুটি শ্রোতাপ্রিয়তা পায় ওপার বাংলায়।

গানে কে কন্ঠ দিচ্ছেন, সেটি এক পাশে রেখে দর্শকরা উন্মুখ প্রিয় জুটিকে ফের একসঙ্গে দেখতে। সময়ের ব্যবধানে যারা ছোটোপর্দা থেকে প্রিয় হয়ে উঠছেন বড়োপর্দাতে।