জ্যাকি শ্রফের পুত্র হিসাবে নয়, বরং অভিনয় দক্ষতা ও অসাধারণ নাচের স্টাইলে তার প্রতি মুগ্ধ সিনেপ্রেমীরা। দিন দিন বাড়ছে ভক্ত সংখ্যা, বিশেষত নারী ভক্ত। টাইগার শ্রফকে মনে মনে স্বপ্নের পুরুষ ভেবে আছে কতো নারী, তার ইয়ত্তা নেই।
তবে টাইগার নিজে মন দিয়ে বসে আছেন অন্য একজনকে। নায়িকা দিশা পাটানির সঙ্গে বেশ কয়েক বছর ধরে সম্পর্কে আছেন জুনিয়র শ্রফ। এটি বলিপাড়ার ওপেন সিক্রেট। অথচ নিজেকে ভার্জিন দাবি করছেন টাইগার।
আরবাজ খানের চ্যাট শো ‘পিঞ্চ’-এ অতিথি হয়ে এসেছিলেন টাইগার। শোয়ের এক পর্যায়েএক ভক্তের প্রশ্ন ছিল, টাইগার কি ভার্জিন? উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ! আমি সালমান ভাইজানের মতোই এখনও ভার্জিন।’
কফি উইথ করনে এসে সালমান খান দাবি করেন তিনি এখনও ভার্জিন। সঠিক মানুষটার জন্য অপেক্ষা করছেন। তাই এখনও বিয়ে করেননি। অ্যাকশন হিরো হিসেবে সাল্লুভাইকে ফলো করে সেইফ জোনে থাকার চেষ্টা টাইগারের।