গত ৩০ জুলাই, শুক্রবার ফেসবুকে করোনা আক্রান্ত হবার সংবাদ দেন মেহের আফরোজ শাওন। এবার আক্রান্ত হলো অভিনেত্রীর বড়ো ছেলে নিষাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বর্তমান অবস্থা জানানোর পাশাপাশি পুত্রের সংবাদটি শেয়ার করেন শাওন।
উক্ত পোস্টে শাওন জানান, ‘আমি ভালো আছি। নিষাদ করোনায় আক্রান্ত। চিকিৎসকরা সর্বোচ্চ বিশ্রাম নিতে বলেছেন’। এসময় সবার কাছে দোয়া চান শাওন এবং বলেন, সকলের ভালোবাসায় তিনি সিক্ত।
গত বছরের মার্চে করোনা যখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছিল, তখন যুক্তরাষ্ট্রে ছিলেন মেহের আফরোজ শাওন। স্বামীর নামে নিউইয়র্কে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে যোগ দিতে সেখানে গেলেও পরিস্থিতির কারণে দ্রুত সবকিছু স্থগিত করে দেশে ফিরে আসেন।
১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকেন। সেবার অবশ্য করোনা ভাইরাসে আক্রান্ত হননি প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী। হুমায়ুন-শাওন দম্পতির রয়েছে দুই পুত্রসন্তান । নিষাদ ও নিনিত।