টোকিও অলিম্পিকের নারী হকি ইভেন্টে স্বর্ণ জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেলো আর্জেন্টাইন নারীরা। ভারতকে হারিয়ে অন্ততপক্ষে রোপ্য নিশ্চিত হলো তাদের।
আগেরদিন পুরুষ হকির সেমিফাইনালে বেলজিয়ামের কাছে হারে ভারত। পরদিন বুধবার (৪ আগস্ট) একই পদাঙ্ক অনুসরণ করে ভারতীয় নারী দল। বিদায় নেয় সেমিফাইনাল থেকে।
টোকিও হকি স্টেডিয়ামে ভারতকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিলো আর্জেন্টিনা নারী হকি দল। ফাইনালে প্রতিপক্ষ হল্যান্ড। প্রথম সেমিতে গ্রেট ব্রিটেনকে ৫-১ গোলে উড়িয়ে আগেই ফাইনাল নিশ্চিত করে ডাচরা।
স্বর্ণপদকের লড়াইয়ে শুক্রবার মুখোমুখি হবে নেদারল্যান্ডস- আর্জেন্টিনা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। এর আগে ব্রোঞ্জ নির্ধারণী খেলায় গ্রেট ব্রিটেনের বিপক্ষে মাঠে নামবে ভারতের নারী হকি দল।