দ্য আউটস্ট্যান্ডিং ফিজ

0
দ্য আউটস্ট্যান্ডিং ফিজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৩ রানে ৩ উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। পান ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের খেতাব। কাটার মাস্টারের টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেরা বোলিং ফিগার এটি।

মুস্তাফিজের সামনে অজি ব্যাটিং লাইন আপ বেশ বিপদেই পড়েছিল। বিশেষত, ওপেনার জশ ফিলিপে যেভাবে বোকা বনে বোল্ড হলেন তাতে অবাক না হয়ে পারা যায় না। লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করে নিচু হয়ে বল চলে যায় ফিলিপের ব্যাটের নিচে, ভেঙে দেয় স্ট্যাম্প।

পরের স্পেলে পর পর দুই বলে অজি অধিনায়ক ম্যাথু ওয়েড ও অ্যাস্টন অ্যাগারকে সাজঘরে ফেরান ফিজ্জি। ক্যাঙ্গারুদের কাছে এ-দিন কাটার মাস্টার ছিলেন দুর্বোধ্য! সামনের পায়ে ভর দিয়ে স্কুপ করতে সরে যান ম্যাথু ওয়েড। ফলাফল, বোল্ড আউট!

পরের বলে অ্যাস্টন অ্যাগার ভ্যাবাচ্যাকা খেলেন। আচমকা শর্ট অব লেংথের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন অ্যাগার। বলা ভালো, তুলতে বাধ্য করেন ফিজ।

মুস্তাফিজুর রহমান ছিলেন আপন আলোয় উজ্জ্বল। প্রতিটি উইকেটে মিশে ছিল বুদ্ধিদীপ্ত পরিকল্পনা। মূলত ফিজের আক্রমণে দিশেহারা হয়ে পড়া অজিরা পারেনি আর মাথা তুলে দাঁড়াতে।