আফিফ-সোহান অলক্ষ্যে বার্তা দিলেন অজিদের

0
আফিফ-সোহান অলক্ষ্যে বার্তা দিলেন অজিদের

৬৭ রানে নেই ৫ উইকেট। বহুবার তীরে এসে তরী ডোবাবার বদনাম আছে বাংলাদেশের। তবে কি আরেকবার…? আরেকবার হতাশ হতে দেননি আফিফ-সোহান। অবিচ্ছিন্ন অনবদ্য ৫৬ রানের জুটিতে বের করে আনেন ম্যাচ।

যে ম্যাচ দুলছিল পেন্ডুলামের মতো, সেই ম্যাচের ভাগ্যকে নিজেদের দিকে নিয়ে এসে শুধু জয় নয়, আফিফ হোসেন ধ্রুব ও নুরুল হাসান সোহান দেখালেন এমন উইকেটে এভাবে ব্যাট করতে হয়। ব্যর্থতায় ধুঁকতে থাকা অজি ব্যাটিং লাইন শিক্ষা নিতে পারে এই তরুণ তুর্কিদের কাছ থেকে।

অজিদের বিরুদ্ধে জয় ছাপিয়ে ভয়ডরহীন ক্রিকেটের জয়গান গাইছে বাংলাদেশ। মুশফিক, মাহমুদুল্লাহদের মতো অভিজ্ঞরা যেখানে স্নায়ুর চাপ সামলাতে পারতেন না, সেখানে আফিফ, সোহানেরা দুধের শিশু। কিন্তু তারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন।

১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাঝপথে ধুঁকতে থাকে বাংলাদেশ। মিডল অর্ডারে আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান ধ্রুবতারার মশাল জ্বালান। আর কোনো অঘটন ঘটতে না দিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলেন ৮ বল হাতে রেখেই পাঁচ উইকেটের বিজয়কাব্য নিয়ে।

অস্ট্রেলিয়া হতে পারে বিশ্ব সেরা। তবে সিরিজের এই অবধি বাংলাদেশ তাদের সাথে ছেলেখেলা করছে। নাক উঁচু অজিদের একটি বার্তা ছুঁড়ে দিল তরুণ বাঘেরা, এতটা হালকা আর কখনও বাংলাদেশকে ভেবো না।