অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ১০ রানে ম্যাচ জেতে বাংলাদেশ। ভাঙে নিজেদেরই রেকর্ড। টাইগারদের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম রানের টার্গেট দিয়ে ম্যাচ জেতার রেকর্ড এটি।
চলতি সিরিজের প্রথম ম্যাচে গড়া ১৩১ রান ডিফেন্ডের রেকর্ড ছাড়িয়ে গেলো বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ২৩ রানে অস্ট্রেলিয়াকে হারায় বাংলাদেশ।
এটি কেবল বাংলাদেশের নয়, টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবচেয়ে কম রান করে জয়ের টোটাল রেকর্ডও এখন টাইগারদের দখলে।
সিরিজ শুরুর আগে দাম্ভিকতার চূড়ান্ত রূপ দেখানো অজিরা সিরিজ জুড়ে একের পর এক লজ্জার অংশ হচ্ছে।