অলিম্পিক ফুটবলে স্বর্ণ ধরে রাখার মিশনে আজ মাঠে নামছে ব্রাজিল। টোকিও অলিম্পিক পুরুষ ফুটবলের ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ স্পেন।
মেক্সিকোকে হারিয়ে টানা তৃতীয়বার অলিম্পিক ফুটবলের ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল। ২০১২ সালে লন্ডনে রোপ্য, ২০১৬ তে ঘরের মাঠের রিও অলিম্পিকে প্রথম স্বর্ণ জয়।
দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক জাপানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে লা রোজা স্পেন। স্প্যানিশদেরও এটি তৃতীয় ফাইনাল। ফাইনালে ওঠার রাস্তা সহজ ছিল না। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকে। অতিরিক্ত সময়ের শেষাংশে ১১৫ মিনিটে গোল করেন মার্কো অ্যাসেনসিও।
২১ বছর পর ফাইনালে উঠলো স্পেন। সর্বশেষ ২০০০ সালে সিডনি অলিম্পিকের ফাইনাল খেলে তারা। ক্যামেরুনের কাছে হেরে সন্তুষ্ট থাকে রূপা নিয়ে। ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে প্রথম ও একমাত্র স্বর্ণ জেতে স্পেন।
জাপানের ইয়োকোহামায় ব্রাজিল-স্পেন ফাইনাল অনুষ্ঠিত হবে আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়।