বাংলাদেশ সফরের দল ঘোষণা নিউজিল্যান্ডের, নেই বিশ্বকাপ দলের কেউ

0
Ban vs NZ

২৪ আগস্ট ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে কিউইদের বাংলাদেশ সফর। মিরপুরে অস্ট্রেলিয়ার ধরাশায়ী হওয়ার পেছনে মূল কারণ ব্যাটিং ব্যর্থতা। অথচ নিউজিল্যান্ড দেশেই রেখে আসছে ব্যাটিংয়ের দুই স্তম্ভ কেন উইলিয়ামসন ও মার্টিল গাপটিলকে। থাকছেন না ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করেছে কিউইরা। অবাক করা ব্যাপার হলো, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য সিরিজ হলেও দলে নেই বিশ্বকাপ স্কোয়াডের কেউ! ব্ল্যাকক্যাপস বোর্ডের দাবি, বায়ো বাবলে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে দলকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

টম লাথামের নেতৃত্বে দল প্রায় নতুন বলা চলে। লাথাম বাদে পরিচিত নাম কলিন ডি গ্র্যান্ডহোমে, হেনরি নিকোলস, অ্যাইজাজ প্যাটেল ও হামিশ বেনেট। স্কোয়াডে জায়গা পাওয়া কোল ম্যাকাঞ্জি ও রাচিন রবীন্দ্র একেবারে নতুন। তিনজন আছেন অভিষেকের অপেক্ষায়।

বিশ্বকাপ হবে মরুর দেশ আরব আমিরাতে। এর আগে সেখানেই খেলা হবে আইপিএলের বাকি অংশ। আইপিএলে খেলে নিজেদের ঝালাবেন উইলিয়ামসন, বোল্ট, ফার্গুসনরা। বিশ্বকাপ স্কোয়াডে থাকা কাউকে বাংলাদেশ সফরে পাঠাচ্ছে না নিউজিল্যান্ড।

২৪ আগস্ট ঢাকায় আসবে নিউজিল্যান্ড। ১ থেকে ১০ সেপ্টেম্বর হবে ম্যাচগুলো। এখনও চূড়ান্ত হয়নি সূচি।

নিউজিল্যান্ড স্কোয়াড:
টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালান, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রাসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি,স্কট কাগেলেইন, কুল ম্যাকনি, হেনরি নিকোলস, অ্যাজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র , বেন সিয়ারস, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।