বর্তমান সময়ে বাংলা টিভি নাটকে মেহজাবিন চৌধুরী অপরিহার্য নাম। নানান চরিত্রে অভিনয় দিয়ে নিজেকে বারবার প্রমাণ করেছেন তিনি। প্রতিবারের মতো গেল ইদেও আলোচিত কাজগুলোতে পাওয়া গেছে তাকে। এরই মাঝে ছুঁলেন নতুন এক মাইলফলক।
২০০৯ সালে লাক্স চ্যানেল সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মেহজাবিন। মেহজাবিন অভিনীত প্রথম নাটক ইফতেখার আহমেদ ফাহমির ‘তুমি থাকো সিন্ধুপারে’। এরপর কেটেছে এক যুগ। অভিনয় করেছেন ৪৩৮টি নাটকে। যার মধ্যে ১০০ টি নাটকের ভিউ ছুঁয়েছে কমপক্ষে ৫ মিলিয়ন।
ইউটিউবের জমানায় তাকে দর্শক কতটা পছন্দ করছে, প্রমাণিত হয় এই পরিসংখ্যানেই। পাঁচ মিলিয়নের শতক হাঁকিয়ে খুশি হলেও উচ্ছ্বাসে ভেসে যেতে নারাজ তিনি।
মেহজাবিন বলেন, ‘কোন নাটকে কত ভিউ হলো বা কী রেকর্ড হলো, সেটি ভেবে কাজ করি না। চেষ্টা করি দর্শক যেন আনন্দ পায়, উপভোগ করে। কাজ করতে গিয়ে সাফল্য পেলে তখন অবশ্যই ভালো লাগে।’
নিজে উচ্ছ্বসিত না হলেও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি মেহজাবিন। ‘ভক্তরা সবসময় আমার খেয়াল রাখেন, খোঁজ-খবর নেন। আমি অবাক হই। আমার কাজ সম্পর্কে নিজেও মনে হয় এতটা জানি না, যতটা তারা জানেন। বিভিন্ন সময়ে সুন্দর সুন্দর উপহার দেয় আমাকে, আমি চমকে যাই। সবার প্রতি কৃতজ্ঞতা রইলো’।