পেরেজের চালে মেসিকে বার্সা ছাড়া করেছে লাপোর্তে

0
পেরেজের চালে মেসিকে বার্সা ছাড়া করেছে লাপোর্তে

মেসির বার্সা ছাড়া নিয়ে বোমা ফাটালেন বার্সেলোনা এস্পাই বার্সা কমিশনের সদ্য সাবেক সদস্য জমে ইয়োপিস। মেসির ক্লাব ছাড়ার ঘোষণায় কমিশনের সদস্য থেকে পদত্যাগ করেন ইয়োপিস। যাবার আগে খুলে দিলেন থলের বিড়াল।

ইয়োপিস মনে করেন, হুয়ান লাপোর্তে চাইলে মেসিকে রাখতে পারতো। কিন্তু চিরপ্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের নিখুঁত চালে আটকে গেছেন লাপোর্তে। মেসিকে ধরে না রেখে মূলত মাদ্রিদের ইচ্ছা পূরণ করার সুযোগ করে দিয়েছেন বার্সা সভাপতি।

পদত্যাগের সময়ে একটি খোলা চিঠি লিখে গেছেন এই সদস্য। লাপোর্তেকে প্রিয় সম্বোধন করে লিখেন, ‘আপনি আমাকে হতাশ করেছেন লাপোর্তে। ভেবেছিলাম ফ্লোরেন্তিনোর যোগ্য প্রতিপক্ষ হওয়ার ক্ষমতা কেবল আপনারই আছে। আমার কাছে অত তথ্য না থাকলেও এতটুকু জানি, মেসিকে ধরে রাখার ব্যাপারে আরও চেষ্টা করতে পারতেন। পথ খোলা ছিল অনেক। কিন্তু আপনি এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার পথ সহজ করে দিলেন। এটাই ফ্লোরেন্তিনোর নিখুঁত চাল। ইতিহাস আপনাকে মনে রাখবে মেসিকে ছাঁটাই করা সভাপতি হিসেবে।’

নিজের পদ ও পদত্যাগ সম্পর্কে বলেন, আমি আমার জায়গা থেকে ইতিবাচক কিছু দিয়েছি বলে বিশ্বাস করি। এখন পদত্যাগ করছি। কারণ, স্বাধীনভাবে মত প্রকাশ করতে চাই আমি। বার্সেলোনা ও কাতালুনিয়া দীর্ঘজীবী হোক।’