ইরানের বিরুদ্ধে বিপজ্জনক অবস্থানে ইসরায়েলি সাবমেরিন

0
বিপজ্জনক অভিযানে ইসরায়েলি সাবমেরিন

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে বেরিয়ে এলো নতুন চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে লোহিত সাগরে ইসরায়েলের একটি সাবমেরিন প্রবেশ করেছে। ধারণা করা হচ্ছে সাবমেরিনটির প্রাথমিক লক্ষ্য ইরান। সাবমেরিনটি বাবুল মান্দেব প্রণালী পার হয়ে পারস্য উপসাগরের দিকে রওনা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

গোপন সূত্রে জানা গেছে, সুয়েজ খাল দিয়ে গত বুধবার ৪ আগস্ট ইসরায়েলের ডলফিন ক্লাসের একটি সাবমেরিন গোপনে লোহিত সাগরে প্রবেশ করে। একইদিন ইসরায়েলের দুটি ডেস্ট্রয়ারকেও সুয়েজ খাল পার হতে দেখা গিয়েছে। আপাত দৃষ্টিতে মনে করা হচ্ছে, ডেস্ট্রয়ার দুটি ইসরায়েলের সাবমেরিনকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, চলতি মাসে ইসরায়েলি মালিকানাধীন একটি ট্যাংকার হামলার শিকার হয়। ওমান সাগরের উপকূলে ঘটা এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিল ইসরায়েল৷ ঘটনার পর ইসরায়েলে ও তার পশ্চিমা মিত্র যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র ইরানকে অভিযুক্ত করেছে। অবশ্য এ অভিযোগ চরমভাবে প্রত্যাখ্যান করেছে ইরান।