সিগারেট তৈরির কোম্পানি কিনতে চাইছে ইনহেলার তৈরির কোম্পানি

0

যুক্তরাষ্ট্রভিত্তিক শ্বাসকষ্ট নিরাময়ের ওষুধ (ইনহেলার) উৎপাদক প্রতিষ্ঠান ভ্যাকটুরা কিনতে চায় সিগারেট উৎপাদনকারী বহুজাতিক প্রতিষ্ঠান ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল (পিএমআই)। মালবোরো সিগারেট তৈরির এই কোম্পানি। ভ্যাকটুরার নিলামে ১৪০ কোটি ডলার দর দিয়েছে। নিলামে পিএমআইয়ের বিপরীতে রয়েছে যুক্তরাষ্ট্রের বেসরকারি ইকুইটি গ্রুপ কার্লাইল। তারা ভ্যাকটুরার ৯২ কোটি ৮০ লাখ ডলার বিনিময় মূল্য প্রস্তাব করেছে। এরপর পিএমআই শেয়ারপ্রতি ২ দশমিক ২৯ ডলার দর প্রস্তাব করে সর্বোচ্চ দরদাতা হয়েছে। ফলে কোম্পানির মোট মূল্যমান দাঁড়িয়েছে ১৪০ কোটি ডলার।

এক সপ্তাহ আগে পিএমআই ঘোষণা দিয়েছিল, আগামী ১০ বছরের মধ্যে মালবোরো সিগারেট বিক্রি বন্ধ করতে যাচ্ছে তারা। তারপর ভ্যাকটুরা কিনতে নিলামে দর ঘোষণা করে এ কোম্পানিটি। পিএমআই বিশ্বের ১৭৫টি দেশে সিগারেট বিক্রি করে থাকে। তবে তাদের নতুন ঘোষণা মোতাবেক তামাকমুক্ত পণ্য বিক্রির দিকে ঝুঁকেবে তারা। প্রতিষ্ঠানের আয়ের অর্ধেকই তামাকমুক্ত পণ্য বিক্রির মাধ্যমে করার পরিকল্পনা তাদের। ফলে তাদের এ প্রস্তাব।

ভ্যাকটুরা প্রায় ১৩ ধরনের ইনহেলার তৈরি করে থাকে যা শ্বাসকষ্ট রোগীরা ব্যবহার করেন। বর্তমানে তারা কাজ করছে কোভিড-১৯ রোগের চিকিৎসা উপযোগী ইনহেলার তৈরি নিয়ে।

পিএমআই জানিয়েছে, তারা ভ্যাকটুরাকে একটি স্বায়ত্তশাসিত ব্যবসায়িক ইউনিট হিসেবে পরিচালনা করতে আগ্রহী যা যা পিএমআইয়ের শ্বাসকষ্ট নিরাময়ের ব্যবসার প্রধান লক্ষ্য হয়ে উঠবে।