সম্প্রতি প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসে ক্রিকেট বিশ্বের পরাশক্তি অস্ট্রেলিয়া।
তাদের এমন বিশাল ভরাডুবি নিয়ে দেশটির ক্রিকেট অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সে তালিকায় যুক্ত হলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক রিকি পন্টিংও। তার মতে, কন্ডিশন সম্পর্কে সঠিক ধারণা না থাকা ও স্কিলের ঘাটতি মিলিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এমন শোচনীয় পরাজয় অস্ট্রেলিয়ার।
আরো বলেন, এই কন্ডিশনে আমাদের জানাশোনার স্বল্পতা এবং স্কিলের ঘাটতি আবারও আমাদের সর্বনাশ ডেকে এনেছে। আমার স্মৃতিতে যতদিন মনে পড়ে, ততদিন ধরেই এটা আসলে অস্ট্রেলিয়ান ক্রিকেটের বড় দুর্বলতা। বেশির ভাগ সময়ই যদিও ভুগতে হয়েছে টেস্টে। শ্রীলঙ্কায় ও ভারতে অবশ্য আমরা সাদা বলের ক্রিকেটে লড়াই করার পথ খুঁজে নিয়েছি কোনোভাবে।