আফগানিস্তানের জন্য পাকিস্তানকে পাশে চায় যুক্তরাষ্ট্র: ইমরান

0
মহানবীর মদিনার মতো একটি মানবিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার ইমরানের

আফগানিস্তান থেকে মার্কিন সেনা নেতৃত্বাধীন ন্যাটো সেনাদের প্রত্যাহারের সিদ্ধান্ত বাস্তবায়ন শুরুর পর থেকে দেশটিতে যুদ্ধ বেড়েছে। চরম বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যাচ্ছে তালেবানের সঙ্গে আফগান সেনাসদস্যদের সংঘর্ষে কারণে।

এমন অবস্থায় আফগান প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে চলমান ‘বিশৃঙ্খলা’ সামলাতেই পাকিস্তানকে পাশে চাইছে । খবর বার্তা সংস্থা রয়টার্সের।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইমরান খান জানান, ২০ বছর ধরে আফগানিস্তানে সামরিক শক্তি প্রয়োগ করে সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও ফলাফল শূন্য। তাই এখন যুক্তরাষ্ট্র মনে করছে বিশৃঙ্খলা সামলানোর জন্য পাকিস্তানকে প্রয়োজন।

তবে আফগানিস্তানের বর্তমান যুদ্ধে পাকিস্তান কোনো পক্ষে অবস্থান নেয়নি বলে জানিয়েছেন ইমরান খান। আফগানিস্তানে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পাকিস্তান কোনো পক্ষেই অবস্থান নেয়নি বলে উল্লেখ করেছেন ইমরান। তাঁর মতে, বর্তমান মুহূর্তে দেশটিতে রাজনৈতিক সমাধান খুবই জটিল হয়ে পড়েছে।

উল্লেখ্য, সংঘাত বৃদ্ধিতে দেশটির সরকার ও তালেবানদের মধ্যে শান্তি আলোচনা থমকে রয়েছে। ধারণা করা হয় তালেবানের ওপর পাকিস্তান সরকারের প্রভাব ও সহযোগিতা রয়েছে। ফলে এই প্রভাব কাজে লাগিয়ে শান্তি সমাধানের ব্যাপারে তালেবানকে চাপ দিতে বেশ কিছুদিন যাবৎ পাকিস্তানকে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।