আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি দেশ ছেড়েছেন। জানা গেছে তিনি তাজিকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানায়।
এ বিষয়ে আফগানিস্তানের প্রেসিডেন্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিকদের জানানো হয়, নিরাপত্তার খাতিরে তারা প্রেসিডেন্ট কী করছেন বা কোথায় আছেন, সে বিষয়ে কিছু জানাতে চান না।
উল্লেখ্য, এর পূর্বে গতকাল এর মধ্যে জাতির উদ্দেশে ভাষণে আত্নসমর্পণের ইঙ্গিত দিয়েছিলেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
এসময় দেশবাসীর উদ্দেশে প্রেসিডেন্ট আশরাফ ঘানি উল্লেখ বলেন, “আমি কখনও যুদ্ধ হতে দেব না, যেন আরও আফগানের মৃত্যু না হয়।
গত ২০ বছর ধরে আমরা যা গড়ে তৈরি করেছি, সেটিও ধ্বংস হয়ে দেব না। নষ্ট হতে দেব না সরকারি সম্পত্তি।”