খেলোয়াড়দের আইসিসি র্যাংকিয়ের উপর ভিত্তি করে উইজডেন ইন্ডিয়া বর্তমান সময়ের সেরা একাদশ তৈরি করেছে। মোটেই সহজ নয়। কারণ, র্যাংকিং মোতাবেক টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির রেটিং মিলিত করে একাদশ বেছে নিয়েছে উইজডেন। শীর্ষ ১০০ জন ক্রিকেটারের মধ্যে বাছাই করে ৫ জন ব্যাটসম্যান, ১ জন উইকেটরক্ষক, ১ জন অলরাউন্ডার ও ৪ জন বোলারকে বেছে নেওয়া হয়।
একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। সময় ভালো যাচ্ছে সাকিবের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সেরা হলেন, টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডারের হারানো মুকুট ফিরে পেলেন। স্বভাবতই সাকিবকে বাদ দেওয়া মুশকিল। টেস্টে ৫ নাম্বারে থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সাকিব নাম্বার ওয়ান অলরাউন্ডার। টেস্টে সাকিবের রেটিং পয়েন্ট ৩৩৪, ওয়ানডেতে ৪১৬ ও টি-টোয়েন্টিতে ২৮৬। মোট পয়েন্ট ১০৩৬, যা অন্য যেকোনো অলরাউন্ডারের চেয়ে বেশি।
একাদশে ওপেনার হিসেবে রয়েছেন রোহিত শর্মা ও কুইন্টন ডি কক। ব্যাটিংয়ে বাকিরা হলো কেন উইলিয়ামসন, বিরাট কোহলি, বাবর আজম ও স্টিভেন স্মিথ। একমাত্র অলরাউন্ডার সাকিব, একমাত্র বিশেষজ্ঞ স্পিনার রশিদ খান। ৩ পেসারের প্যাকে থাকছেন প্যাট কামিন্স, টিম সাউদি ও জশ হ্যাজেলউড।
উইজডেনের অল ফরম্যাট বিশ্ব একাদশ :
রোহিত শর্মা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন, বিরাট কোহলি, বাবর আজম, স্টিভেন স্মিথ, সাকিব আল হাসান, প্যাট কামিন্স, রশিদ খান, টিম সাউদি, জশ হ্যাজেলউড।