ঢাকাই চলচ্চিত্রের অ্যাকশন হিরো হিসাবে এক সময়ের জনপ্রিয় তারকা ছিলেন রুবেল। দর্শকদের উপহার দিয়েছেন দারুণ সব ছবি। সোনালি সময় পেছনে ফেলে আসলেও অভিনয় করতেন নিয়মিত। হাতে ছিল একাধিক ছবির কাজ। কিন্তু করোনাকালে বিভিন্ন সময় লকডাউনের ফলে বন্ধ হয়ে যায় শুটিং।
করোনার শুরু থেকে ঘরবন্দি হয়ে আছেন রুবেল। গত দেড় বছরে কোনো কাজ করেননি মিডিয়ায়। শুটিং না করলেও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ‘একাত্তরের গেরিলা কমান্ডার’ নামক ছবিটি পরিচালনা করছেন মিজানুর রহমান শামীম। এতে গেরিলা কমান্ডারের ভূমিকায় দেখা যাবে রুবেলকে।
করোনা পরিস্থিতির উন্নতি হলে ছবির শুটিং শুরু হয়ে যাবে। রুবেল বলেন, ‘গত বছরের শেষ দিকে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি। কিন্তু করোনার কারণে শুটিং শুরু করা সম্ভব হয়নি। পরিচালক জানিয়েছে, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে শুটিং আরম্ভ করবেন তিনি। স্বাস্থ্যবিধি মেনে শুটিং হলে, তবেই আমি কাজ করব।’
মিজানুর রহমান শামীমের সাথে আরও তিনটি কাজে যুক্ত ছিলেন রুবেল। লকডাউনের আগে এ অভিনেতার হাতে থাকা তিনটি ছবি ‘ধ্বংস মানব’, ‘অপরাধ জগৎ’ ও ‘বীর বাঙালি’ ছবিগুলোর পরিচালকও মিজানুর রহমান শামীম। এর মাঝে ধ্বংস মানব আছে মুক্তির অপেক্ষায়।