আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে আসার পর কাবুল বিমানবন্দরে মরিয়া হয়ে বিমানে ওঠার চেষ্টা করছেন দেশটির অনেক মানুষ। এতে হুড়োহুড়িতে এবং গুলিতে মৃত্যু হয়েছে অন্তত পাঁচ জনের।
স্থানীয়রা জানিয়েছে, পাঁচজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে চলন্ত বিমান থেকে ছিটকে পড়ে। এই দু’জন বিমানের চাকা ধরে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বিমানটি উড্ডয়নের পর মাঝ আকাশ থেকে পড়ে তাদের মৃত্যু হয়। খবর ওয়াল স্ট্রিট জার্নাল ও রয়টার্সের।
মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রচুর পরিমাণ মানুষ দেশ ত্যাগের জন্য বিমানবন্দরে আসার সেখানে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সোমবার বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে গুলিতে অন্তত তিন জন নিহত হয়েছেন।
এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি বিমান থেকে তিন জন খসে পড়ছে।
ভিডিওটিতে দেখা যায়, একটি সামরিক পরিবহন বিমানে ওঠার জন্য হুড়োহুড়ি করছেন শত শত মানুষ। যে যেভাবে পারছেন বিমানে ওঠার চেষ্টারত অবস্থায় বিমানটি ছেড়ে যায়। এসময় বিমানের পেছনে পেছনে অনেককে দৌড়াতে দেখা যায়। এভাবে চলার পর বিমানটি রানওয়ে ছেড়ে উড্ডয়নের কিছুক্ষণের পর বিমানটি থেকে অন্তত তিন জনকে মাটিতে পড়ে যেতে দেখা যায়।