কোস্টারিকা, নিকারাগুয়া ও হন্ডুরাস মধ্য আমেরিকার তিন দেশ ঘূর্ণিঝড় ন্যাটের আঘাতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও অন্তত ২০ জন।
এসব দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ঘূর্ণঝড়ের কারণে সৃষ্টি হওয়া অতিবৃষ্টিতে ভূমিধস ও বন্যা শুরু হয়েছে। এতে ভেঙে গেছে সেতু, বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট।
বিবিসি জানায়, ন্যাটের আঘাতে আশ্রয়হীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। কোস্টারিকায় প্রায় চার লাখ বাসিন্দা বিশুদ্ধ পানির অভাবে রয়েছে। সেখানে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিকারাগুয়ায় ১১ জন ও হন্ডুরাসে আরও তিনজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্তদের অনেকে অনেকেই আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে।