২০ বছর পর বই লিখলেন ফেরদৌস

0

বাংলাদেশ ও ভারতে সমান জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। বিশেষত বাংলা সিনেমার দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য হিট ছবি। কলকাতায় নায়িকা প্রিয়াঙ্কার সঙ্গে করা হঠাৎ বৃষ্টি তো আজও গেঁথে আছে সকলের হৃদয়ে।

পাশাপাশি বইও লিখেছিলেন ফেরদৌস। অনেকের হয়তো অজানা এটি। ২০০১ সালের একুশের বই মেলায় প্রথমবার ‘হঠাৎ বৃষ্টি এবং’ নামের বই প্রকাশ করেছিলেন এই চিত্রনায়ক। সেই প্রথম, সেই শেষ। এর পর কেটে গেছে বিশটি বছর। এই বিশ বছরে নতুন করে কোনো বই বের করেননি ফেরদৌস।

তবে, ২০ বছর পর আবার আসছেন বই নিয়ে। জানালেন, জেগে উঠেছে তার লেখক সত্তা। আগামী বছরের বই মেলায় তাই আসবেন নতুন বই নিয়ে। বইয়ের নাম ‘এই গল্প সত্য নয়’। সব ঠিক থাকলে ২০২২ বই মেলায় আলোর মুখ দেখবে তা।

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, আমি সাংবাদিকতার ছাত্র ছিলাম। লেখালেখি করতে ভালোই লাগে আমার। যদিও সেসব ডায়েরির পাতাতেই বেশি থাকে। কলকাতা থেকে দার্জিলিং ভ্রমণ করেছিলাম কিছু দিন আগে। ভ্রমণের অভিজ্ঞতা নিয়েই মূলত বইটি লেখা। পাশাপাশি এতে একটি ঘটনাও স্থান পাবে। আশা করছি বইটি বেশ উপভোগ্য হবে পাঠকের কাছে’।