টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আশাবাদী মাহমুদউল্লাহ

0
সিরিজ নিয়ে আশাবাদী মাহমুদউল্লাহ

অক্টোবরে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। বিশ্বকাপের দিনক্ষণ প্রকাশ করেছে আইসিসি। বিশ্বকাপের উদ্বোধনী দিন ১৭ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের মিশন। ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে পরের দুই ম্যাচ ১৯ ও ২১ অক্টোবর।

মাহমুদউল্লাহর নেতৃত্বে অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজ হারায় বাংলাদেশ। বিশ্বকাপে দলের সম্ভাবনা নিয়ে কথা বলেন অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ ম্যাটার না, প্রথম বল থেকে সেরা খেলাটা খেলতে হবে। সেরা মানসিক অবস্থায় থেকে পুরো মনোযোগ ধরে রাখলে তবেই জেতা সম্ভব।

বাংলাদেশ দল নিয়ে অধিনায়ক বলেন, সাকিব বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। ও দলের জন্য অমূল্য সম্পদ। মুশফিক, মোস্তাফি ওরাও দলের জন্য গুরুত্বপূর্ণ। বেশ কিছু তরুণ আছে দলে, যারা ভালো করতে উন্মুখ হয়ে আছে। সবমিলিয়ে আমাদের দল দারুণ ভারসাম্যপূর্ণ। আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি, আশা করি ভালো কিছু হবে।

তার আগে নিউজিল্যান্ডের সাথে প্রস্তুতি সিরিজ। অজিদের মতো কিউইদেরও বধ করতে পারলে আত্মবিশ্বাসের পালে জোর হাওয়া লাগবে।