ই-অরেঞ্জের ৫ কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

0

ই–কমার্স প্রতিষ্ঠান ই–অরেঞ্জের পাঁচ কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন সিএমএম আদালত। বুধবার পুলিশের এ সংক্রান্ত একটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এই আদেশ দেন।

যে পাঁচজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি হয়েছে তারা হলেন- কারাগারে থাকা ই-অরেঞ্জের সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান এবং গ্রেপ্তার হওয়া আমানউল্লাহ, পলাতক বীথি আক্তার ও কাউসার আহমেদ।

এর পূর্বে মঙ্গলবার প্রায় এক লাখ গ্রাহকের ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই–কমার্স প্রতিষ্ঠান ই–অরেঞ্জের বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয়। মামলা দায়েরের পর একইদিন ই–অরেঞ্জের দুই মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান আত্মসমর্পণ করলে উভয়কে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার বাদী তাহেরুল ইসলাম বলেন, গত ২৮ এপ্রিলের পর থেকে বিভিন্ন সময় পণ্য ক্রয় করার জন্য ই–অরেঞ্জকে ১৭ লাখ টাকা প্রদান করলেও তারা পণ্য সরবরাহ করেনি। এতে প্রতিষ্ঠানের অফিসে গিয়ে এ ব্যাপারে জানতে চাইলে কিছুদিনের মধ্যে সরবরাহ করার আশ্বাস দেওয়া হয়। কিন্তু এরপরেও পণ্য সরবরাহ না করে প্রায় এক লাখ গ্রাহকের ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাৎ করে।