তালেবান শাসনে আফগানিস্তান গণতান্ত্রিক রাষ্ট্র হবে না: রয়টার্সকে তালেবান

0
Taliban fighters take control of Afghan presidential palace after the Afghan President Ashraf Ghani fled the country, in Kabul, Afghanistan, Sunday, Aug. 15, 2021. (AP Photo/Zabi Karimi)

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। এরপর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তালেবানের পক্ষে জানানো হয় আজকের তালেবান ২০ বছর আগের তালেবান নয়।

তবে এরই মধ্যে তারা জানিয়ে দিয়েছেন, তালেবান শাসনে আফগানিস্তান গণতান্ত্রিক রাষ্ট্র হবে না। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তালেবানের একজন ঊর্ধ্বতন সদস্য।

তালেবানের সিদ্ধান্ত প্রণয়নকারীদের ঘনিষ্ঠ এই তালেবান সদস্য ওয়াহিদুল্লাহ হাশিমি বলেছেন, “এখানে কোনওরকম গণতান্ত্রিক পদ্ধতি থাকবে না, কারণ আমাদের দেশে এর কোনও ভিত নেই। আফগানিস্তানে কী ধরনের রাজনৈতিক শাসনব্যবস্থা থাকবে এ নিয়ে আমরা আলোচনা করব না। কারণ এটা পরিষ্কার। আফগানিস্তান চলবে শরিয়া আইনে। এটাই শেষ কথা। ”

হাশিমি আরো বলেন, তালেবোনের সুপ্রিম নেতা হিবাতুল্লাহ আকুন্দযাদা দেশের সার্বিক দায়িত্বে থাকবেন বলে আমরা মনে করছি।