বাংলাদেশ ছাপিয়ে অভিনেত্রী জয়া আহসানের জনপ্রিয়তা পৌঁছেছে কলকাতায়। বরং এপার বাংলার চেয়ে ওপার বাংলাতে তিনি বেশি সাবলীল, স্বচ্ছন্দ। তাকে ঘিরে চিত্রনাট্য তৈরি করেন কলকাতার নির্মাতা। অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলে।
প্রশংসা করাদের দলে এবার ভারতের প্রতিষ্ঠিত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। জয়াকে তিনি উচ্চমানের বলে আখ্যা দিয়েছেন। ঋত্বিক বলেন, জয়া খুব উঁচুমানের অভিনেত্রী।
জয়ার সঙ্গে ঋত্বিক একটি শর্ট ফিল্মে কাজ করেছেন। সেখানে একে অপরের সম্পর্কে জেনেছেন। সেই প্রসঙ্গে ঋত্বিক জানান, ইন্দ্রনীল রায়ের শর্টফিল্ম ‘ভালোবাসার শহর’ এ একটি দৃশ্য ছিল দুইজনের। অভিনেতা হিসেবে যখন কাজ করা হয়, আলাদা করে তখন রসায়নের বিষয় মাথায় রাখা হয় না ওভাবে। চিত্রনাট্য, মুহূর্ত সব মিলিয়ে পুরো বিষয়টি জমাট বাঁধে।
আজ কলকাতায় মুক্তি পাবে জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘বিনিসুতোয়’। জয়াকে নিয়ে আত্মবিশ্বাসী ঋত্বিকের মতামত, বিনিসুতোয় ওকে খুব ভালো লাগবে।