
জার্মান বুন্দেসলিগার দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল জায়ান্ট বায়ার্ন মিউনিখ। সার্জিও গেনাব্রির জোড়া গোলে ৩-২ ব্যবধানে বায়ার্ন হারায় কোলনকে। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় গোল শূন্য প্রথমার্ধের পর আগের ম্যাচের মতই ড্রয়ের শঙ্কা জাগে।
তবে এদিন আর পয়েন্ট ভাগ করতে হয়নি বাভারিয়ানদের। ৫০ মিনিটে জামাল মুসিয়েলার পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন রবার্ট লেভানডস্কি। আট মিনিট পর গেনাব্রির গোলে ব্যবধান পৌঁছায় ২-০’তে। সহজ জয়ের আশা করলেও দুই মিনিটের ব্যবধানে দুই গোল দিয়ে ম্যাচ জমিয়ে তোলে কোলন।
৬০ মিনিটে মদস্তে এবং ৬২ মিনিটে মার্ক উথের গোলে স্কোরলাইনে সমতা আসে। ২-২ করে কোলন ম্যাচে ফেরে। এর পর লড়াই জারি রাখে বায়ার্ন মিউনিখও। তাই জয়সূচক তৃতীয় গোলটি পেতে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি তাদের।
৭১ মিনিটে গেনাব্রির শট জালের ঠিকানা খুঁজে পেলে ম্যাচে ফেরে বায়ার্ন। শেষ দিকে মুলার লেভানডস্কিরা চেষ্টা করেন ব্যবধান বাড়াতে। তা না হলেও শেষ অবধি মৌসুমের প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মান জায়ান্টরা।