আজ ঢাকায় আসছে নিউজিল্যান্ড

0
Ban vs NZ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। টম লাথামের নেতৃত্বে আজ মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকায় পা রাখছে নিউজিল্যান্ড দল। করোনা টেস্ট করানো শেষে আগামীকাল টিম হোটেল উঠবে বাংলাদেশ।

চাটার্ড বিমানে চেপে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে বাংলাদেশে এসেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। উইন্ডিজ ও বাংলাদেশ সফর মিলিয়ে অজিদের না-কি খরচ হয় প্রায় ২৪ কোটি টাকা! প্রতিবেশি হলেও নিউজিল্যান্ড অবশ্য সে পথ ধরে হাঁটেনি। তারা বাণিজ্যিক বিমানে চেপেই ঢাকায় আসছে।

কিউইরা উঠবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সোমবার রাত থেকে গোটা হোটেল চলে বায়ো-বাবলের আওতায় আনা হয়েছে। পাঁচ তারকা হোটেলটিতে অস্ট্রেলিয়া সফরের সব নিয়মকানুনই মানা হচ্ছে। চারদিন আগে ঢাকা আসলেও রুম থেকে বের হতে পারেননি নিউজিল্যান্ডের তিন পর্যবেক্ষক।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, সবাই ২৪, ২৫ এবং ২৬ আগস্ট রুম কোয়ারেন্টাইনে থাকবেন। দু’দফায় করোনা টেস্ট করানো হবে এই দুইদিনে। টেস্টের রিপোর্টের ভিত্তিতে ২৭ তারিখে বায়োবাবলের বাইরে আসতে পারবে সবাই। এরপর অনুশীলন ও অন্যান্য কাজ শুরু করা যাবে।