ভূমধ্যসাগর থেকে শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়া। তিউনিসিয়ার কর্তৃপক্ষ সোমবার জানায়, ভূমধ্যসাগরে তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবির পর ১০৫ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।
তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র হুসসাম এদ্দিন আল-জাবালি তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে বলেন, “সতর্কতা উপেক্ষা করে ইউরোপের দিকে যাওয়ার সময় অভিবাসনপ্রত্যাশীদের বহন করা নৌকা ডুবে যায়।”
আল জাবালি বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিরা আফ্রিকান বংশোদ্ভূত। বহু বছর ধরে—আলজেরিয়া, লিবিয়া, মৌরিতানিয়া, মরক্কো এবং তিউনিসিয়াকে আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের বাসিন্দারা ইউরোপে যাওয়ার ট্রানজিট হিসেবে ব্যবহার করে আসছে। এ পন্থায় অনেকে সফল হলেও বেশিরভাগই নৌকাডুবিতে প্রাণ হারান অথবা ধরা পড়েন।