তামিল অভিনেতা জোসেফ চন্দ্রশেখর বিজয়। দক্ষিণ ভারতে তার জনপ্রিয়তা বলিউড হিরোদেরও হারা মানায়। তার জনপ্রিয়তা ভারত ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও। তাকে ডাকা হয় থালাপতি বা নেতা নামে। থিয়েটারে বিজয়ের সিনেমা এলে হুমড়ি খেয়ে পড়ে ভক্তরা। পরিচালক প্রযোজকদের কাছে বিজয়ের চাহিদা আকাশচুম্বী।
বিজয় এখন ব্যস্ত ৬৫তম সিনেমা ‘বিস্ট’-এর শুটিং নিয়ে। এর মাঝেই আপডেট এলো ৬৬ তম সিনেমার। আর নতুন সিনেমার চেয়ে বেশি আলোচনায় বিজয়ের পারিশ্রমিক নিয়ে। অঙ্কটা নিয়ে যে জোর গুঞ্জন উঠেছে সিনেপাড়ায়। বিজয়ের ৬৬ তম ছবি পরিচালনা করবেন বামশি পেডিপল্লি এবং প্রযোজনা করবেন দিল রাজু।
তামিলও তেলেগু দুই ভাষায় তৈরি হবে সিনেমা, বাতাসে চাউর এমন খবর। এরচেয়ে বড়ো খবর, যে পারিশ্রমিক নিতে চলেছেন, তা দক্ষিণ ভারতের চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ। ৬৬ নম্বর সিনেমার জন্য থালাপতি বিজয় পারিশ্রমিক ধার্য করেছেন ১২০ কোটি রুপি।
বিজয়কে সর্বশেষ দেখা গিয়েছিল ‘মাস্টার’ সিনেমায়। এতে আরও অভিনয় করেন আরেক জনপ্রিয় হিরো মাক্কাল সেলভান খ্যাত বিজয় সেতুপতি। করোনা মহামারি ও প্রেক্ষাগৃহে ৫০ শতাংশ আসনের সীমাবদ্ধতা সত্ত্বেও সিনেমাটি বক্স অফিস থেকে সংগ্রহ করে ২১৭ কোটি রুপি।