কলকাতা বিমানবন্দরে ৪২৫৮ কোটি টাকার তেজস্ক্রিয় পদার্থসহ আটক ২

0
কলকাতা বিমানবন্দরে ৪২৫৮ কোটি টাকার তেজস্ক্রিয় পদার্থসহ আটক ২

ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা বিমানবন্দর চত্বরের সামনে থেকে ৪টি উজ্জ্বল পাথরের মতো পদার্থ উদ্ধার করেছে সিআইডি। সন্দেহ করা হচ্ছে এগুলো শক্তিশালী তেজস্ত্রিয় পদার্থ ক্যালিফোর্নিয়াম। যার এক গ্রামের দাম ১৭ কোটি টাকা।

এয়ারপোর্টের কাছে যে পরিমাণ ক্যালিফোর্নিয়াম পাওয়া গেছে, হিসেব করে দেখা যাচ্ছে তার আনুমানিক দাম ৪ হাজার ২৫৮ কোটি ৫০ লাখ টাকা।

৪টি ক্যালিফোর্নিয়ামের টুকরোর মোট ওজন ২৫০.৫ গ্রাম। এঘটনায় সিআইডি জানিয়েছে, পাথরের মতো দেখতে ওই তেজস্ক্রিয় পদার্থ যাদের কাছে পাওয়া গেছে তারা দু’জনই হুগলি জেলার বাসিন্দা।

আটককৃত এক জনের নাম শৈলেন কর্মকার (৪১)। বাড়ি সিঙ্গুরে। আরেক জনের বাড়ি পোলবায়। নাম অসিত ঘোষ (৪৯)। কলকাতা বিমানবন্দরের সামনে বৃহস্পতিবার সকালেই গ্রেফতার করা হয় ওই দুজনকে। পরে দুপুরে তাদের ব্যারাকপুরে আদালতে তোলা হয়।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, আটকদের জিজ্ঞাসাবাদ করেই ক্যালিফোর্নিয়ামের কথা জানতে পারেন তারা।আপাতত তেজস্ক্রিয় মৌলের টুকরোগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি সত্যিই তেজস্ত্রিয় মৌল ক্যালিফোর্নিয়াম কি না, তা জানতে গবেষণাগারে পাঠানো হচ্ছে।