তানভীর শাহরিয়ার রিমন
এক জনপ্রিয় অভিনেতা তৃতীয়বারের মতো বিয়ে করেছেন । ইনফেডালিটিই (পরকীয়া) কারণ, নেটে এই খবরটাই চাউর হচ্ছে !
আমি মাঝে মাঝে চিন্তা করি, এই যে যদুর বউ মধুর সাথে আর মধুর বউ কদুর সাথে চলে যাচ্ছে তার কারণ কী ? সম্পর্ক গুলো কেন টিকছেনা ?
প্রেম বেশিদিন বাঁচেনা, মায়া বাঁচে । এই মায়াটাই মরে যাচ্ছে !! না আছে পারস্পরিক শ্রদ্ধাবোধ, না আছে সম্পর্ক বাঁচিয়ে রাখার মতো মানসিকতা ।
গতকাল আমার এক উচ্চশিক্ষিত আত্নীয়া বললেন যে তার অতি উচ্চশিক্ষিত স্বামী থেকে তিনি এক সপ্তাহ ধরে আলাদা আছেন । তার স্বামী বাসার গৃহপরিচালিকা এবং গাড়ী চালকের সামনে তার গায়ে হাত তুলেছেন । আপনি যত বিত্তবান হোন, যত বড় আমলা হোন কিংবা শিক্ষিত, আপনি যদি বউ পেটান তাহলে আপনার পৌরুষ কাপুরুষতায় রুপ নেয় । জানবেন, স্ত্রীকে যে ভালোবাসে, সম্মান করে সেই প্রকৃত পুরুষ ।
ঠিক তেমনি কোন স্ত্রী যদি তার স্বামীর সাথে দুর্ব্যবহার করেন, গাল মন্দ করেন, স্বামীর আয় রোজগার নিয়ে পিঞ্চ করেন তিনি যতই উচ্চশিক্ষিত হয়ে থাকেন না কেন, তার শিক্ষার প্রকৃত কোনো মূল্য নেই । তিনিও নারী নামের কলংক !
সম্পর্ক এতো সহজ বিষয় না । সম্পর্ক হোলো চারা গাছের মতো । এটাকে পরিচর্যা করতে হয় । আমরা বীজ রুপন করি । সেই বীজ থেকে চারা জন্মায় । চারা গাছ আমরা পরিচর্যা করি । যত্ন নিই । একসময় চারা গাছ শতবর্ষী বৃক্ষে রুপ নেয় । মানব জীবনের সম্পর্ক গুলোও এমন । সম্পর্কগুলোর যত্ন নিতে হয় । পরিচর্যার অভাবে সম্পর্ক অংকুরেই বিনষ্ট হয় । কোনো কোনো সম্পর্ক তো ভ্রুন অবস্থাতেই হয় খুন । আবার কোনো কোনো সম্পর্ক সঠিক যত্নে যুগ যুগ অটুট থাকে ভালোবাসায় ,প্রেমে, পারস্পরিক বোঝাপড়ায় , শ্রদ্ধায় ।
শুধু ভালোবাসায় সম্পর্ক টেকেনা, যেমন টেকেনা শুধু সিমেন্টে তৈরি কোনো গাঁথুনি । আমরা সিমেন্টের সাথে বালি দিই, পানি দিই । তারপর না তৈরি হয় শক্ত ইটের গাঁথুনি । তেমনি সম্পর্ক কেবল প্রেমে টেকেনা । সেখানে শ্রদ্ধা মেশাতে হয় । বিশ্বাস মেশাতে হয় । ধৈর্য মেশাতে হয় । তারপরই তৈরী হয় সফল রসায়ন ।
জীবনটা সরল রেখা নয় । এটা বক্র রেখার মতো । উঁচু নিচু কত বাঁক । প্রায়ই এরকম কোনো কোনো কঠিন বাঁকে আমরা খুব দ্রুত জাজমেন্টাল হয়ে পড়ি । ব্যক্তিত্বের দ্বন্ধে জড়িয়ে প্রচন্ড ইগোতে সম্পর্ক গুলোকে খুন করি । সবসময় নিজেকে সঠিক মনে করি । মনে করি, আমি কম কিসে । এই অহম, ইগো আমাদের শেষ করছে ।
আমি ও মানুষ । আমাদের দাম্পত্য জীবনেও মান অভিমান হয় । রাগারাগিও হয় কখনো কখনো । যদি আমার স্ত্রী কোনো কারনে বেশি রেগে গিয়ে কিছু বলে ফেলে তখন আমি তার ওই মুহূর্তের আচরণটা খুব দ্রুত ভুলে যেতে চেষ্টা করি । চুপচাপ বসে জীবনে তার সাথে আমার সব মধুর রসায়ন গুলো মনে করি । ফ্লাস ব্যাকে গিয়ে সে আমার জন্য , আমার বাবা-মার জন্য, সন্তানদের জন্য, আত্নীয় স্বজনের জন্য যা যা ভালো করেছে সব মনে করতে থাকি । বিশ্বাস করুন, মুহূর্তেই আমার রাগ গলতে থাকে । আমি তার প্রতি ভীষণ ভালবাসা এবং কৃতজ্ঞতা অনুভব করতে থাকি ।
যদি আমি রেগে গিয়ে ভুল ভাল কিছু বলে ফেলি, তাহলে কিছুক্ষনের মাঝেই ওকে জড়িয়ে ধরে সরি বলি । একবার না, বারবার বলি । কখনোই কোনো ইগো কাজ করেনা ।
সম্পর্ক গুলো নষ্ট করবেননা, প্লিজ । সম্পর্কগুলো বাঁচিয়ে রাখুন, মায়ায়, শ্রদ্ধায়, ভালোবাসায়…!
- ফেসবুক থেকে পাওয়া