পূজা করে কটাক্ষের শিকার সাইফ আলী খান

0
পূজা করে কটাক্ষের শিকার সাইফ আলী খান

ভারতজুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। বলিউড তারকারাও প্রতি বছরের মতোই নিজ নিজ ঘরে আয়োজন করেছে গণেশ পূজা, যেখানে পরিবার নিয়ে সামিল হয়েছেন তারা। এদিকে বলিউডের তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুরের বাড়িতে গণেশ পূজা পালন করেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কটাক্ষের শিকার হয়েছেন সাইফ।

সবার প্রশ্ন, ‘মুসলিম হয়ে কীভাবে গণেশ চতুর্থী পালন করছেন?’ কারিনার শেয়ার করা ছবিতে দেখা গেছে, করজোরে সাইফ এবং তার বড় ছেলে তৈমুর আলি খান গণেশ বন্দনা করছেন।