মেসি-রোক্কুস্সো তৃতীয় সন্তানের অপেক্ষায়

0
মেসি-রোক্কুস্সো তৃতীয় সন্তানের অপেক্ষায়

বার্সেলোনা ও আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন।

মেসি-রোক্কুস্সো তৃতীয় সন্তানের অপেক্ষায়

মেসির স্ত্রী ও দীর্ঘদিনের সঙ্গী আনতোনেল্লা রোক্কুস্সো ইনস্টাগ্রামে এক পোস্টে পরিবারের সদস্যসংখ্যা বাড়তে যাওয়ার কথা জানিয়েছেন।

আর্জেন্টিনায় জন্মস্থান রোসারিওতে গত জুলাইয়ে দীর্ঘদিনের সঙ্গী রোক্কুস্সোকে বিয়ে করেন মেসি। তাদের বড় ছেলে তিয়াগোর বয়স আগামী নভেম্বরে হবে পাঁচ বছর। আর ছোটো ছেলে মাতেও গত মাসে দুই বছরে পা দিয়েছে।

গত রোববার রোক্কুস্সোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ছবিতে দেখা যায়, তার পেটে মেসি আর তার দুই ছেলের হাত। ক্যাপশনে লেখা, “পাঁচ জনের পরিবার।”

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে