তন্ময় বকশীর জন্ম ২০০৩ সালে ভারতে, তার পরিবার ভারত থেকে কানাডায় চলে আসে ২০০৪ সালে। তার বাবা, পুনিতে, একজন ট্রাকিং কোম্পানির কম্পিউটার প্রোগ্রামার এবং বন্ধের দিন গুলির রাতে সে গণিত এবং বিজ্ঞান শিক্ষক হিসেবে ব্যয় করে থাকে। তার মা, সুমিতা, একজন গৃহিনী, এবং তার একটি বোন আছে যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
তন্ময় ৫ বছর বয়সে কোডিং শেখা শুরু করে এবং ৯ বছর বয়সে একটি iOS অ্যাপ তৈরি করে। যা ছিল tTables নামক একটি অ্যাপ্লিকেশন, যা আপনাকে গণিত এর নামতা শিখতে সাহায্য করবে। ২০১৩ তে যখন এটি এন্ড্রয়েড অ্যাপ স্টোরে স্থান পায় তখন তার বয়স ছিল ৯ বছর। যে বয়সে আমারা কার্টুন নিয়ে পরে ছিলাম সেই বয়সে তন্ময় Artificial Intelligence (AI) as well as the Internet of Things (IoT) নিয়ে কাজ করছে। যেখানে আমাদের দেশে সদ্য ভার্সিটি শেষ করা ছেলেদের স্বপ্ন থাকে গুগল, আইবিএম, এর মত বড় আইটি জায়েন্ট কোম্পানি তে চাকরি করা, সেখানে স্কুল পড়ুয়া তন্ময় ১.২৫ মিলিয়ন $ এ চাকরি করছে গুগল এ। শুধু তাই, না নিজে প্রোগ্রামিং এর উপর বই লিখেছে। তন্ময় ভালোবাসে এলগরিদম আর সেই ভালোবাসা থেকে নিজের ইউটিউব চ্যানেল এ এলগরিদম শেখাচ্ছে সবাইকে, এখন পর্যন্ত ২০০০ জন SUBSCRIBER আছে তার চ্যানেল এ। সামনে Artificial Intelligence (AI), Internet of Things (IoT) নিয়ে ভিডিও প্রকাশ করার ইচ্ছা জানিয়েছে ১৪ বছর বয়সী তন্ময় নকশী। তন্ময় ওয়াটসন বেস প্রোগ্রামিং দিয়ে বানিয়েছে ‘AskTanmay’ নামে একটি অ্যাপ বানিয়েছে যার মাধ্যমে যে কোন প্রশ্ন করলে তার উত্তর পাওয়া যায়, যেটাকে বর্তমানে Siri or Google এর সাথে তুলনা করা যায়। কিন্তু তন্ময় এর বক্তব্য এটি আরও ভিন্ন ও সহজ। সম্প্রতি এই বিস্ময়কর বালক TEDx এ বক্তা হিসেবে আমন্ত্রণ পায়। তন্ময় home schooled concept এ মানে নিজে নিজে পড়াশোনা করে। তন্মময় আপাতত নিজের কাজ আর প্রজেক্ট নিয়ে ব্যাস্ত সময় পার করছে।
সজিবুর রাহমান খান
This is my first time visit at here and i am really impressed to
read all at alone place.