আবারও বিসিবি সভাপতি পাপন

0
আবারও বিসিবি সভাপতি পাপন

নাজমুল হাসান পাপন টানা দ্বিতীয়বারের মতো বিসিবি সভাপতি নির্বাচিত হলেন। বুধবার বিসিবি পরিচালকদের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। সভাপতি পদে পাপন একাই প্রার্থী ছিলেন। তাই আগে থেকেই জানা গিয়েছিল যে নতুন মেয়াদের জন্য দায়িত্ব গ্রহণ করতে চলেছেন তিনি। আজ আনুষ্ঠানিকতার মাধ্যমে সেটা পুরোপুরি নিশ্চিত হলো।

আবারও বিসিবি সভাপতি পাপন

গতকাল অনুষ্ঠিত হয় বিসিবি পরিচালনা পর্ষদের পরিচালক পদের নির্বাচন। মোট ২৫টি পরিচালক পদের মধ্যে ২২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট অনুষ্ঠিত হয় তিনটি পদের জন্য। তাই নির্বাচনের জৌলুস আগে থেকেই হারিয়েছিল।

নির্বাচনে জিতে ঢাকা বিভাগ থেকে টানা দ্বিতীয়বারের মতো বিসিবি পরিচালক হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। ঢাকা বিভাগ থেকে দুর্জয় ছাড়াও জয়ী হয়েছেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আশফাকুল ইসলাম। বরিশাল বিভাগ থেকে জয়ী হন আলমগীর খান আলো।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে