এবার ধোনিকে নিয়ে সমালোচনার জবাব দিলেন কোহলি

0
এবার ধোনিকে নিয়ে সমালোচনার জবাব দিলেন কোহলি

মহেন্দ্র সিং ধোনি টি ২০ দলের সঙ্গে একেবারেই যাচ্ছেন না। বুড়িয়ে গেছেন, একই সঙ্গে ফিটনেস নিয়েও কটু কথা ছড়াচ্ছে বেশ কয়েকদিন ধরে। সমালোচনার বাণটা যখন এত তীব্র, তখন সেই ধোনির পাশেই ঢাল হয়ে দাঁড়ালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

এবার ধোনিকে নিয়ে সমালোচনার জবাব দিলেন কোহলি

বিরাট কোহলি এমন সমালোচনায় খানিকটা ক্ষোভ প্রকাশ করেই বললেন, প্রথমত বুঝতে পারছি না যে, লোকজন কেন তাকেই দোষারোপ করছে। এসব বোঝার ক্ষমতা আমার নেই।

ধোনির ফিটনেসের সঙ্গে সবচেয়ে বড় সমালোচনা টি ২০-তে বল বাউন্ডারি ছাড়া করতে হিমশিম খাচ্ছেন তিনি। অথচ এসব করতেই পটু সাবেক ভারত অধিনায়ক।

বিশেষ করে দ্বিতীয় টি ২০-তে ফ্ল্যাট উইকেটে খেলেও স্ট্রাইক রেট বাড়াতে পারেননি। যদিও এসবের পাল্টা জবাব মুখে তৈরি করে রেখেছেন তার সতীর্থ কোহলি।

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি ২০ শেষে তিনি বলেন, ‘আমি যদি এখন তিনবার স্কোর করতে ব্যর্থ হই। আমার দিকে কেউ আঙুল তুলবে না।

ওয়েবসাইট।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে