আফগানিস্থানের রাজধানী কাবুলের শের-এ-নাও এলাকায় অবস্থিত ইরাকী দুতাবাসে চারজন সন্ত্রাসী আত্মঘাতী হামলা চালায় আজ। আফগান স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুতাবাসের গেটে একজন আত্মঘাতী হামলা করলে তার সাথের তিন সংগী দুতাবাসের ভেতরে প্রবেশ করে। তবে তিনি হতাহতদের সম্পর্কে কোন তথ্য দেননি। ইসলামিক স্টেট বা আইএস এই হামলার দায় স্বীকার করেছে।

এই বছরে কাবুলে বেশ কয়েকটি হামলা হুয় যার দায় স্বীকার করেছে হয় আইএস নয়তো তালেবান। কাবুলের ইরাকী দূতাবাসে এইটাই প্রথম সন্ত্রাসী হামলা। ধারনা করা হচ্ছে, দুই সপ্তাহ আগে দূতাবাস ইরাকী শহর মসুলে আইএস এর পরাজয় কেন্দ্র করে একটি সংবাদ সম্মেলন করে। এই সংবাদ সম্মেলনের পালটা জবাব দিতেই এই হামলা।
সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে প্রকাশিত ছবিতে গুলোতে আকাশে কালো ধোয়ার রেখা দেখা যাচ্ছে।
ইরাকী পররাষ্ট্র মন্ত্রী বলেন কাবুলে অবস্থান রত উচ্চপদস্থ রাষ্ট্রদূতদের নিরাপদে মিশর দূতাবাসে সরিয়ে নিয়ে আসা হয়েছে । এবং আরো দুজন দূতাবাস কর্মীদের উদ্ধারের প্রচেষ্টা চলছে।













