শেষ ১৬’তে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে মাঠে নামবে রিয়াল, সম্পুর্ণ নতুন দল নিয়ে ফেয়েনুর্ডের মোকাবিলায় ম্যান সিটি।

0
রিয়াল

লা লিগায় রিয়াল মাদ্রিদের খুবই বাজে। ১২ রাউন্ড শেষ হতেই ইতিমধ্যে চিরপ্রতিদন্ধী বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে। সর্বশেষ ম্যাচে নগর প্রতিদন্ধী এথেলেটিকো মাদ্রিদের সাথেও করেছে গোলশুন্য ড্র। সিজনের শুরু থেকেই রেগুলার প্লেয়ারদের ইনজুরি, মাঠে রোনালদো, বেনজেমাদের অফফর্ম দারুণ ভুগাচ্ছে লসব্লাংকোসদের। মাঠের এই অবস্থার সাথে যুক্ত হয়েছে ড্রেসিং রুমে দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও অধিনায়ক সার্জিও র‍্যামোসের দন্ধ। তবে সব চাপিয়ে জেনেদিন জিদানের দলের লক্ষ থাকবে এপোয়েলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ১৬’তে নিজেদের অবস্থান নিশ্চিত করা। বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় শুরু হবে খেলাটি।
রিয়াল
এদিকে ফেয়েনুর্ডের সাথে সম্পুর্ণ নতুন দল মাঠে নামানোর ইঙ্গিত দিলেন ম্যান সিটি বস পেপ গার্দিওয়াল। সিজনের শুরু থেকেই একের পর এক প্লেয়ারদের ইনজুরি ভাবিয়ে তুলছে সিটিকে। প্রিমিয়ার লীগের সর্বশেষ ম্যাচে ইনজুরি থেকে ফিরে এসছেন নিয়মিত অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি। কিন্তু ইনজুরিতে পড়েছে আরেক ডিফেন্ডার জন স্টোনস। আগে থেকেই মাঠের বাইরে আছে নিয়মিত লেফট ব্যাক বেনজামিন মেন্ডি। এছাড়া ইনজুরি ঝুঁকিতে আছে সার্জিও আগুয়েরো। নিয়মিত খেলতে থাকায় ইনজুরি ঝুঁকি আছে কেভিন ডি ব্রুইনা, ডেভিড সিলভাদেরও। এইজন্যই পেপ লিচেস্টার সিটির সাথে ম্যাচের পর বলেছিলোঃ আমি ফেয়েনুর্ডের সাথে পুরো দল বদলে ফেলবো।”

পেপের ইঙ্গিত অনুযায়ী বেঞ্চ কিপার ক্লডিও ব্রাভো, ডিফেন্ডার দানিলো, হোল্ডিং মিডফিল্ডার ইয়াইয়া তোরে, ইলাকি গুন্দোগান, বার্নাডো সিলভা নিশ্চিত খেলবে। এছাড়া সিটি একাডেমির ফিল ফোডেন, ব্রাহিম ডিয়াজেরও অভিষেক হতে পারে চ্যাম্পিয়ন্স লীগে। ইতিমধ্যে ম্যানচেস্টার সিটির শেষ ১৬ নিশ্চিত হয়ে গিয়েছে। তাই সিটি চাইলেই তাদের বেঞ্চ প্লেয়ারদের যাচাই-বাচাই করতে পারে।

Sabbir Akib

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে