সেরা বাঙালী ম্যাশের মেয়ে সেলিব্রেটি

0

মাশরাফি………… এক আবেগের নাম। ভালোবাসার নাম। শ্রদ্ধার নাম, সম্মানের নাম। আর যদি বলায় হয় একজন বীরের নাম। ভুল হবেনা মোটেও। তিনি মানুষ মাশরাফি হিসেবেই সবার কাছে জনপ্রিয়। তবে খেলোয়াড় মাশরাফি আর মানুষ মাশরাফি মিলেয়েই তিনি হোন সেরা বাঙ্গালি। কলকাতার আনন্দবাজার পত্রিকা কর্তৃক আয়োজিত ‘সেরা বাঙ্গালি-২০১৭’ এ ২০১৭ সালের সেরা বাঙ্গালী নির্বাচিত হোন সবার প্রিয় মাশরাফি বিন মুর্তজা। কলকাতায়।যাওয়ার সময় তাএ পরিবার ও ছিলো। আর ছিলেন মুর্তজা কন্যা ‘হুমায়রা’

ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার বড় মেয়ে হুমায়রা। তাকে নিয়ে রীতিমতো ছবি উৎসবে মেতে ওঠেন কলকাতার শীর্ষস্থানীয় তারকারা। এ/দের মধ্যে ছিলেন দেব, কোয়েল, শুভশ্রী ও শ্রাবন্তী। এসময় মাশরাফি কন্যাও তাদের সঙ্গে হাসিমুখে ছবি তোলেন।
ছবিতে দেখা যাচ্ছে দেব হুমায়রার হাত ধরে দাঁড়িয়ে আছেন। শুভশ্রী ও কোয়েল হাসিমাখা মুখে ধরে রেখেছেন হুমায়রাকে।
এছাড়া শ্রাবন্তী গলা জড়িয়ে ধরেছেন হুমায়রাকে। মাশরাফির ছোট ভাই মুরছালিন বিন মর্তুজা তার ফেসবুকে সবগুলো ছবি পোস্ট করেছেন।
কলকাতার গণমাধ্যম আনন্দবাজার খেলোয়াড় হিসেবে ‌‘সেরা বাঙালি-২০১৭’ সম্মানে ভূষিত করেছেন মাশরাফিকে। সেই পুরস্কার নিতে শনিবার কলকাতা যান এই টাইগার সেনাপতি। পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে কলকাতার শোবিজের রতি-মহারতি তারকারাও উপস্থিত ছিলেন। সেখানে মাশরাফি কন্যা তারকাদের সঙ্গে ক্যামেরায় বন্দি হন।

মাশরাফি ছাড়াও অভিনেত্রী হিসেবে সেরা বাঙালি পুরস্কার পান বাংলাদেশের জয়া আহসান। তিনিও সেখানে উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশের দুজন কীর্তিমান ক্রিকেটার ‘আনন্দবাজার সেরা বাঙালি’র সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। তারা হলেন হাবিবুল বাশার ও সাকিব আল হাসান।

হাবিবুল বাশারের হাতে এ পুরস্কার উঠেছিল ২০০৯ সালে। আর সাকিব জিতেছিলেন ২০১২ সালে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে