চ্যাম্পিয়ন্স লীগে রাতে মাঠে নামবে গ্রুপ বি এর দল পিএসজি, বায়ার্ন। নেইমার-কাভানি-এম্বাপেদের দল পিএসজির প্রতিপক্ষ সেল্টিক এফসি। চ্যাম্পিয়ন্স লীগে এখনো পর্যন্ত কোন ম্যাচ না হারা পিএসজি এখন পর্যন্ত সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে আছে গ্রুপের শীর্ষে। পিএসজির মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌণে দুইটায়। গ্রুপের অন্য ম্যাচে আন্ডারলেখটের বিপক্ষে তাদের মাঠে খেলতে নামবে ইয়ুপ হেইঙ্কসের বায়ার্ণ মিউনিখ। পিএসজির সাথে ম্যাচ হারার পর কার্লো আনচেলিত্তেকে বরখাস্তের পর জার্মান ক্লাবটি দায়িত্ব তুলে দেয় প্রবীণ এই কোচের হাতে।
গ্রুপ সি’র ম্যাচে রাত এগারোটায় কারাবাগের বিপক্ষে খেলতে নামবে ইংলিশ জায়ান্ট চেলসি। এথেলেটিকো মাদ্রিদের সাথে ড্র এবং রোমার বিপক্ষে হেরে ৪ ম্যাচে তাদের পয়েন্ট ৭। শেষ ষোল নিশ্চিত করতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই আন্তেনিও কন্তের দলের। বেলজিয়ান স্টার এডেন হ্যাজার্ড এবং ফরাসি মিডফিল্ডার এন’গোলো কান্তের দলের ফেরায় বেশ উজ্জিবিত বর্তমান ইংলিশ চ্যাম্পিয়নরা।
গ্রুপ এ’র ম্যাচে রাত পৌণে দুইটায় মাঠে নামবে আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেবিলদের প্রতিপক্ষ সুইস ক্লাব এফসি বাসেল। পল পগবা, জলাতান ইব্রাহিমোভিচদের দলে ফেরায় এগিয়ে থেকেই বাসেলের মাঠে নামবে জোসে মরিনহোর দল।
Sabbir Akib